কথা তুমি বহুরূপী
   চুপ থাকলে রাশভারী
মুখ খুললে বেফাঁসকারী

কথায় জাতির মন ভোলাও
কাজের বেলায় কোথায় উধাও

কথায় গুরুভক্তি জপো
লোকচোক্ষে ধর্ম মানো
নিজের বেলায় স্বার্থ সারি
অন্যের বেলায় কোপটা মারো

কথায় রাজা দিব্যি হরি
হারবে না যে বলিহারি

উচিত কথা বিস্বাদ লাগে
আর মিষ্টি কথা?
ভন্ডামি হোক বেজায় লাগে

বাংগালীর মন যে সরল
ধর্মীয় আংগিকে বোঝাও
পোষ মেনে যাবে নয় তো গরল

কথায় কথায়
      ভাইরাল বানায়
দিনে দিনে তারকা সাজায়
দিনশেষ তো সব ভুলে যায়!

কথায় কথায় সেলিব্রিটি
ভুল-ত্রুটি হলেই কে কার বেটি!

কথা এদিকসেদিক হলে
   জাতি কি ভাই এমনে ছাড়ে?
মাথায় তুলে আছাড় মারে!
    ধর্ম,কর্ম সবই ভুলে
মা বাপ তুলে গালি পারে!

কথায় কথায় সেন্টিমেন্টাল
একটু হুজুগে জাতি
কিন্তু খুবই জেন্টাল!!

-সেন্টিমেন্টাল বাংগালী
-অস্মিতা তালুকদার