ভাবছি বসে নানারকম আজগুবি সব কথা,
নেইকো যে তার হাত-পা গুলো নেইকো যে তার মাথা।
কি জানি ভাই কত রকম চিন্তা আসে মাথায়--
হিজিবিজি হিসেব গুলো লিখছি বসে খাতায়।
আচ্ছা বলো! গ্রহ গুলো ঘুরছে; তবু সূর্য কেন বোসে?
মাঝে মাঝে উল্কা গুলো পড়ছে কেন খসে?
তারা গুলো রাতের বেলা ঝিকিমিকি জ্বলে --
কোথায় যে সব লুকিয়ে পড়ে দিনের বেলা হলে।
গাছ গুলো সব সবুজ কেন? আকাশ কেন নীল?
রাতে কালো দিনে আলো; পাইনা খুজে মিল!
রবি ঠাকুর পূব আকাশে রোজই কেন ওঠে?
অবুঝ হলে চড়-থাপ্পড় পড়বে কি তার পিঠে?
বলতে পারো পন্ডিতেরা ভাবছে এতো যবে--
আমর কেন ঘুরবে মাথা আবোল-তাবোল ভেবে?