কাল সারারাত ভিজে ছিলো মাঠ-
          ভিজে ছিলো আল,
    ভিজে ছিলো চাষীর-
              খড়ের চাল।
    ভিজে ছিলো তাদের,
           ক্লান্ত আশা-
    ভিজে ছিলো পৌষ পার্বনের ভাষা।
    ভিজে ছিলো কান্নায় ভেজা-
           চোখ লাল,
    ভিজে ছিলো প্রিয়ার-
           থম থমে দুটি গাল।।