ব্যঙের কাছে খবর এলো বর্ষা এবার আসছে,
শুনে কচি-কাচা গুলো হাত-পা তুলে নাচছে।
খবর গেছে পাড়ায় পাড়ায় নদী এবং পুকুর ধারে--
শুনে সবাই বেজায় খুশি বসবে আসর পদ্মা পাড়ে।
গ্যঙর-গ্যঙর সারা দুপুর চলছে গানের মহড়া ,
তবলা যদি থকতো রে ভাই চলতো সাথে লহড়া।
সূর্য ঠাকুর পাটে গেলো আকাশ আঁধার হয়ে এলো,
কোন পটুয়া সারা আকাশ কালো রং এ ভরিয়ে দিলো।
কড়াৎ-কড়াৎ কড়-কড়া-কড় বাজলো মেঘের ডংকা,
আসছে সেজে বর্ষা রানী রইলো নাকো সংকা।
টিপ টিপ টিপ ঝম ঝমা ঝম পড়লো ধরায় বৃষ্টি,
সাজলো ভূবন নতুন সাজে ঝাপসা হলো দৃষ্টি।।