দিল্লী থেকে বিল্লী এলো--
            দেখতে শহর কোলকাতা;
সাজ পোষাকে জেল্লা ভীষন
            মাথায় দিয়ে লাল ছাতা।
দেখবে কেমন পাতাল রেল;
            চলছে মাটির তল দিয়ে,
ভিক্টোরিয়া, গড়ের মাঠ,
            দেখবে এবার সব গিয়ে।
চলছে কেমন ট্রাম গুলো সব;
            মাঝ রাস্তায় গড়গড়িয়ে।
শহীদ মিনার সব ছাড়িয়ে-
            আছে কেমন বেশ দাঁড়িয়ে।
যাদু ঘরের যাদু কেমন;
            সবার মনটা নেয় জিতে।
কালীঘাটের মায়ের পুজো-
            কেমন করে হয় দিতে।
চিড়িয়াখানায় বাঘ, সিংহ,
            হাতী, কুমীর আর শেয়াল,
ময়না, টিয়া, কাকাতুয়া,
            বানর, হরিণ আর বেড়াল
প্রাণটা ভরে দেখবো সবই
            সামনে কিংবা হোক দূরে,
আজব শহর কোলকাতার
            ওলি-গলি সব ঘুরে।।