নীলিমায় নীল র'বে
লেখা: শাহ্ মোহাম্মদ আশরাফুল ইসলাম


যতদিন শারিকার খয়েরি পালক
শ্যামরাঙা চুলের ন্যায় দুলবে
ততদিন নীলিমায় নীল র'বে।
যতদিন পদ্মলোচনার ন্যায়
নদীবক্ষে হলুদ শাড়ি নাচবে।
সন্ধ্যার বাতাসে কিশলয়
কৃষ্ণকলির গন্ধ ভেসে আসবে
ততদিন নীলিমায় নীল র'বে।
যতদিন সন্ধ্যামালতীর সুবাস
কৃষাণীর গাঁয়ের আঁচলে লেগে থাকবে
ততদিন নীলিমায় নীল র'বে।
ঠিল ততদিন নীলিমায় নীল র'বে
যতদিন গাঁঙচিল বহমান স্রোতের উপড় দিয়ে চলে যাবে আকাশ পানে।
যতদিন নদীতে ঘুর্ণায়মান বকের পালক খসে না পরবে
ততদিন নীলিমায় নীল র'বে।