নিজেকে খুড়ে শব্দ বের করা,খুব কি কষ্টের?
একটু সময় একটু ধৈর্য,আর একটুতো ভাবার্থের।
তুমিও কবি সেও কবি,একদম ধ্রুব সে সত্যি।
প্রকাশে তুমি বিরত,সে শুধু স্বতঃস্ফূর্তের মূর্তি।
তবে বৃথা ব্যর্থ প্রয়াস,কেন পর শব্দের প্রাসাদে?
কাপুরুষেরও হাত কাঁপে,চুরির মত অপরাধে।।