শব্দগুলোর পরিচয় হয়নি,
তবু পাশাপাশি গল্প করে।
অর্থ সবার আছে সত্যি,
একে অন্যের খামখেয়ালী।
এই প্রথম এই শেষ লেখা,
অর্থের কোনো হদিস নেই।
কাজে লাগিয়ে ব্যর্থ সময়,
গড়ছে দেখো ছোট্ট শহর।
হাসছে সব আপন মনে,
যুগের আজব পরিবর্তনে।
ছন্দছাড়া কবিতা দেখেছি,
অযৌক্তিক তো শুনিনি।
আবোল তাবোল লিখনেও,
কবিতা লিখবো ভাবিনি।।।