আজ লুকোচুরি,চোর পুলিশে,
তোরা নেই...
প্রতি মুহূর্তে ঐতিহাসিক হয়েছি,
তবু ব্যর্থ আমি ।
তোদের জ্ঞানহীন অপ্রয়োজনীয়তাই,
আমি ছিলাম;
ঠিক যেমন,
একতরফা জটিল প্রেমের মায়াজাল...
দূরত্ব আর সম্পর্ক,
সরল অনুপাতে অন্ধ থেকেছে....
বন্ধুত্বের মাত্রা নির্দেশক,
ওই মাইল স্টোন গুলো....
যত বেশী মাইলস্টোন,তত দূরে আমরা
আর তত ভুলে থাকার বাহানা....
প্রয়োজনের শীতল ছায়ার,
অংশীদার কেউ নেই....
গিরগিটি সময় সব পাল্টে দিয়ে,
বিনোদনের পাত্র বানিয়ে দিল....।
দিন দিন না কিন্তু মাসে যদি বা
পাঁচ মিনিট না শুধু একটা কথা...
"কেমন আছিস ?" বলতিস....
তাহলে সত্যিই মন বলে উঠত,
"চেয়ে দেখ সাদাকালো স্মৃতিতে,
বন্ধুত্বের আলিঙ্গন অনুভূত..."