উগরে যায় ক্ষোভের গান,
অপেক্ষায় থাকা মনের
তোমার ক্ষোভের অ্যাসিড,
লেগেছে আপনজনের।
বয়সে কেউ জ্ঞানী হয়না,
তুমিই সেই উদাহরণ
ভাবলে একটু দেরি করে,
এরপরই তো মরণ।
উপায় হয়েছে নিরুপায়,
তোমারই হাত ধরে
আপন যখন বোঝোই না,
আপনারে কেমন করে।
স্বার্থপরের সুখের সন্ধান,
নিষিদ্ধ পল্লীতে ঘুম
এর থেকে ঢের ভালো,
একাকীত্বের মরশুম...