রাজা তুমি লোকতন্ত্রে,
পতন তবু রাজার...
খুলির নিচে রাজকোষ
মিথ্যা সে ভাবার...
আশার আঁচলে দু'পয়সায়,
করেছো রক্তবমি....
চাবুকের হাত ক্ষতের ছাপ,
অভিশপ্ত যে তুমি...
অহং গর্জে সবুজ শিরায়,
কীসের গর্ব তোমার??
অলংকারের বেশে পতন,
পাদুকালয়ে বিস্তার...
অবসরে গাঢ়ত্বের চোখে,
দেখ ভূত জীবাশ্মে...
বুকস্ফীত পিশাচ আজ,
ভুলের ছাই ভস্মে...
মন্দিরবাসী দাতা কর্ণ,
অপেক্ষায় তোমার...
প্রণামি বক্সে অশ্রু কণা,
মনময়লা উজাড়....