ইচ্ছার নেই চোখ মুখ,নেইতো নাক
পঙ্গুর আবার রাস্তা কি, বিছানায় তো সব।
তবু রাস্তার পঙ্গুটা,অলীক পায়ে হাঁটে
তেমন একটা চাওয়া,অলীক হয়ে আছে।
তোমরা যারা আত্মতুষ্টির বাহানায় বাঁচো;
মানুষ হলেও মানুষকে,মানুষ নয় ভাবো;
ইচ্ছামত কু-তালিকায়,গুছিয়ে সব রাখো;
আর মনের মত কালো রং, মাখাতে থাকো...
আমন্ত্রণ মস্তিষ্কের রঙ্গমঞ্চে তাদের
সর্বোত্তম ফাঁকা সময় খুঁজে নিয়ে এসো...
শীতলতম উষ্ণতম স্থানের ও ঊর্দ্ধে ;
জটিলের ছাউনি দেওয়া কুটির আছে এক।
যে অবস্থার সৃষ্টিতে তোমরাই উৎসেচক
অবাক হলেও স্বীকার করবেনা জানি
কচি আমার উদ্দেশ্য একটাই-
"নগ্ন তুমি তাই কাজ তোমার নগ্নতা;
তাই চাঁদ ও দেখো,অমাবস্যার কালো রাতে...
ভুল ঠিক তার বিচার মনেই করে;
নিজের খারাপের রক্ত মাখো হতে।।"