ব্যতিক্রমী চাহনি বলে,কথা অফুরন্ত
চাঁদ হাসি মাতাল করে,নীল দিগন্ত
বর্ণমালা বোরখা পরে,প্রশ্নে তোমার
তুমি যেন প্রাণমূর্তি,চিত্রিত মোনালিসার
হাসনুহানার পূর্ণতা,তোমার ছায়ায়
পদস্পর্শে প্রাণ,নীল ফুল আর দূর্বায়
গোলাপী মুক্তার ন্যায়,জ্যোৎস্না তুমি
মিনিটের দূরত্বে,অচিরেই মৃত্যু চুমি
প্রমাণ দেব সখী,আমার ভালবাসার
শব্দের মুখোশে,আর ভাব নিরাকার
কলম ধরেছে দেখ,রঙ তুলির সাজ
ভাব গুলোর মিলনে,অজন্তার কারুকাজ
আজ নেই আপন,আর নেই কেউ পর
চেনাকে বন্দি করে,দেবে অচেনায়  সফর
প্রথম সমাধি হোক,কাগজের লেখায়
অমর হোক প্রেম,প্রেমিকের ভাষায়