অভিমানের লেশমাত্র,নেই চোখে;
দেওয়াল গুলো,সব রঙ চিনেছে।
সত্যিই,ফলিডলের রাত শেষ..
জানো,মেঘের পরিপূরক আমি;
আমি জমাই,সে প্রাণপণে বর্ষায়।
রাত ছেড়ে আজ,ভোর স্পর্শ করি;
মন ভরে চোখের চাওয়া দেখ,
বিশ্বাসের বর্ণ গুলো শক্ত লাগবে..
আমিই যাবো,তুমি অপেক্ষায় থেকো;
প্রত্যেক সেকেন্ড,ইচ্ছার ঝড়ে পূর্ণ।
একটুখানি ধৈর্য্য মুঠোয় রাখো....
আরেকবার সেই ক্ষুধার সন্ধ্যা হতে দাও,
আরও একটা লাশ রাস্তায় ফেলতে দাও,
আরও একবার কবর খোঁড়া হোক,  
শেষবার কোনো প্রেম মৃত্যু গ্রাস করুক......