ধুক ধুক শব্দটা,
স্পর্ধা ছাড়াল..
মুহূর্তের দুর্বলতা যেন,
আমায় আহত করল..
চোখের সমাগমে ঘটল,
তবু দেখতে পেল না..
দীঘি পাড়ের স্বপ্ন গুলো,
ফিরে এল না..
মনের সহজপাঠ বুঝিনি,
তাই ব্যর্থ পরিচয়...
নড়বড় বার্তালাবে হয়তো,
তুমি ছাই নিশ্চয়....
অগুণিত শব্দের অপচয়,
তোমার প্রসঙ্গে...
অপদার্থের হাজার চিহ্ন,
আমার প্রতি অঙ্গে...