গোপন করে রাখো,আছে ছিল সব কিছু
কারোর ডাক যেন,ছুটে না আসে পিছু পিছু
পারলে ঘোমটা দিয়ে,ঢেকে রাখো আয়নাটা
আনমনা তুমিটা যেন,না দেখে চোরকাঁটা
বছর কুড়ি শেষ,সিন্দুক কোথায় গেল??
জমানো কথা গুলো,কোথায় হারালো??
তালার চাবি একটাই,লুকিয়ে ছিল রাখা
নিশ্চয় ইচ্ছের খাতায়,ভুলটা আছে ছাপা
ডান হাত কাঁপছে,বুঝি টের পেল সব
হৃৎপিণ্ড বুঝেছে সব,ভাঙছে ধপ ধপ
শীতের বেড়াল কুঁকড়েছে,লোম খাড়া খাড়া
নিজের নখেই আঁচড় খেয়ে,হয়েছে মনমারা
পাথর হয় তুলোর সমান,প্রশ্ন নেই কেন?
ওজন হয় বাষ্পীভূত,যদি সামলাতে না জানো।