ধড়ফড় ধড়ফড় বুকটা,
বহির্জগৎ এর প্রবেশ নিষেধ।
এখন স্মৃতিচারণা পর্ব;
অনিয়ন্ত্রিত তবে অনিচ্ছা নেই...
সাইকেলের সামনে বসে তুমি,
খোলা চুলে আমার মুখ ডোবানো।
তোমার আমার উষ্ণতায়,
সেদিন ছিল নাতিশীতোষ্ণ।
অন্ধ হলেও ফারাক পড়তো না;
কারণ মনটা ইন্দ্রিয়গ্রাহ্য নই।
কাল দেখা করার সময়,
বিকেল চারটা.....
আশা করি তুমি ভুলবেনা।
যদি দেরি হয়,ক্ষমা করো প্রিয়।
তবে এবারে নিশ্চয় যাব।
নিশ্চয়.....
ডায়েরিটা কান পেতে ছিল বুকে;
হয়তো সে ক্লান্ত হয়েছিল;
বা,অপেক্ষা করছিল একটা লাইনের......
"ইতি,
        ইন্সপেক্টর অমর সিং..."