হরেক মাল দশের দরে,
মাটির সাজানো পুতুল।
লাগাম ছাড়া আস্বাদনে,
বিকৃত রূপ ব্যথায় ।
উদর ভরপুর তবু অনাহারী,
অদ্ভুদ পোশাকী জোঁক।
ইচ্ছে মেটাতে জাঁতাকলে পেষে,
ঢেউ আসে নোনা জলের।
মনুষ্যত্ব দেয় কুরবানি,
তাই পিশাচের রস শিরায়।
পাথরে ঝরায় পুষ্পার্ঘ্য,
আর প্রাণে রক্তাঞ্জলি।
প্রশ্ন যখন মরণ বাঁচনের,
যুক্তি যেন হেরে যায়....
দু'দ্বার খোলা,দুপথ সহজ
অপেক্ষা শুধু পা বাড়ানোর।
নাইবা শুলে ফুলশয্যায়,
পথ এড়িয়ে হাসতে পারো....