ক্লান্তি লাগুক জলপ্রপাতে,
চোখে আর সয় না...
প্রতি প্রহর উপন্যাস,
শেষে বাঁচার বাহানা....
মরণ নদে স্নান করে,
হাজার মৃতদেহ....
খুলির নীচে অযান্ত্রিকতা,
জীবন্ত শবদেহ...
দু'ফোটায় তুষ্ট যে,
পেল অবারন্ত...
আপন যখন সন্ধানে,
তুমি দেখ দিগন্ত....
রক্ষক যখন ভক্ষক,
কীসের বয়স বিভেদ?
প্রাণনাশী যেন গোলাবারুদ,
করছে বক্ষ ছেদ....
মৃত আশায় শুষ্ক মাটি,
কেমন এ জীবন?
নেই কোনো মহামারি,
তবু আত্মসমর্পণ....