সময় পাল্টায় পাতা ওল্টায়,
সাদা পাতা লেখার ব্যবধানে।
অবাক রোমান্টিকতার জলছবি,
গোপন ইচ্ছার নিস্তব্ধ প্রলেপে।
বিতর্কের উন্মেষ শব্দমন্ডলে,
ত্রুটি ছাপা অক্ষরের মত।
পাথরের স্বাদে দু'ফোটা ক্ষীর,
মর্মস্পর্শী বা দুর্বোধ্য নয় ।
এক পৃথক আকাশের মেঘ,
বৃষ্টি শূন্য তবু সে আভাস....
নামটা যাক বিলুপ্ত কবরে,
উই কাটুক স্মৃতির আবর্জনা।
যুগের ক্লান্তির অবসরে যদি,
বাঁচে তারা চিরকুটের বেশে;
জানি আড়ালে ঘুমিয়ে রব....
লেখা যেদিন মূল্যের স্পর্শে,
আর অন্তরের আঁচড়ে সক্ষম;
বেনামীতে দীর্ঘশ্বাস আসবে...