মানচিত্রের অজ্ঞাত জন্মভূমি;
স্বপ্ন বাস্তবায়িত প্রতি কদমে ।
রাজত্বের পুরোটাই অর্ধেক পৃথিবী,
তবুও যেন অচেনা প্রতি সেকেন্ড...
পরিস্থিতি চেনালো অর্ধ চাঁদ;
অতৃপ্তিতে স্পর্শ আর জল ...
না চাওয়া মুখের বচসায়,
অল্পতেই পড়শী ক্লান্ত ।
বায়ুচাপ শীর্ষে কেন্দ্রীভূত,
নুইয়ে পড়ার উপক্রম.....
হঠাৎ....
পিছু ফেরার ডাক,"ফিরে আয়..."
কষ্টে হেসে ঘুমানোর চেষ্টা;
শত ভোর স্বপ্ন নিয়ে যায়,
কথা দেয় স্বপ্ন পূরণের
কিন্তু......
কেঁদে চলা একাকী চতুষ্কোণে,
সুখবর আসা মানা....
স্বপ্ন গুলো গরীব হয়ে যায়;
সময় পাল্টায় চাওয়া পাওয়া...।।