মিষ্টতার চোখে,আটটি বছর
উন্মাদ জোয়ারে,বাঁধ দিয়েছি
সবাই দেখে,তবে তুমি গান্ধারি
স্টেথোস্কোপে,অধরা হার্টবিট
তোমার হাসিতে,আমি চেকমেট
খেয়ালের স্বল্পতায়,আমি ম্লান
বাধাহীন সমুদ্রে,নিমেষে ভাসবো
প্রেমের অসীমে,পৌঁছে যাবো  
বলব চুপ থাকা,ধোঁয়াশা প্রেম
তোমার কানে,মিলিয়ে যাবে...
পাওয়ার চেয়ে,না পাওয়া ভালো
চাহিদার সীমাহীন রূপ প্রকাশ্য..
প্রশ্ন উঠবেনা,কেন এত ভালবাসো?
হিসেবের ভুলের ভারেও,বেপাত্তা
শুধু আগ্নেয়গিরির মুখে,পাবে ধোঁয়া...