আমি এক টুকরো,কোনো প্রিয় কবিতার।
প্রিয় অংশটা,কবেই যেন হারিয়ে গেছে।।
আমাকে চেনার,শেষ সুযোগটুকু উধাও।
নিষ্প্রাণ শব্দ মহলে,মিথ্যা আমার খোঁজ।।
পাতা হলদে হয়,দুমড়ে আর মুচকে যায়।
ক্রমাগত ভুল বোঝার,জায়গা কমে আসে।।
চিনতে পারার দ্বিধায়,আর পড়তে হবে না।
আমি গোপনই থাকি,গোপনই থাকায় শ্রেয়।।
যেটুকু ভালো,মনেই কোথাও সুপ্ত থাকুক.....