মনে আছে সেই মিলনের রাতের কথা,তুমি আমি আর সেই রূপোলী চাঁদ।
বলেছিলে না ঝড় জল অমাবস্যার রাতেও ভাঙবে না মায়ার বাঁধ।
সাক্ষী ছিল সেই চাঁদ,কথা বলেনি তবে শুনেছে আর বুকে লিখেছে।
নিপুণ হাতের বর্ণনায় দেখিয়েছে,কিভাবে দুই মন মোহনায় মিশেছে।
তবে কেন একদিন সেই কালো রাতেই,ফুলশয্যায় চার কাঁধে গেলে চলে?
আমার একাকীত্বে অনভ্যাসের কথা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে।
আজও চাঁদে আমার একাকীত্বের দাগ লেগে আছে।
সেদিনের লেখা গুলোয় যেন, কলঙ্ক হয়ে তার বুকে বাজে।