আকাশটা চলন্ত ট্রেন,আমি রাতের স্টেশন
পরিচয় বলতে,হিমেল বাতাসে নিয়ন বাতি
মাঝে মধ্যে পরিযায়ী পাখির,আজান শুনি
সুখের চাষ চিরকাল,ওই অসীম মহাকাশে
সবাই দেখেছে,তবু দেখেনি কখনও একবার
আকাশ যার ছাদ,তার শহরে ঘুম আসে
সম্পত্তি বলতে সুখ ভরা,কাপড়ের পুঁটুলি
তাই ফেরিওয়ালা লুটাচ্ছে,পাওনা রাতবিরেতে