অনুভূতি ঢাকে চশমা,
অপ্রকাশিত ভালোবাসা..
আমার তবু খালি চোখ,
কিন্তু চোখের আরবি ভাষা...
জটিল আমার চিন্তাধারা,
না তাদের টা কম...
দু'কিনারাতেই একি ছবি,
না সবকিছুই ভ্রম...
একতরফা তাগিদ কি আর,
সূর্য ঢাকতে পারে?
মৃদু মুচকি হাসির যেন,
গোপনীয়তা অন্তরে...
মত পাল্টাই বেগের সমান,
কোথায় তার শেষ?
সময় যখন তিনকূলে,
অচৈতন্যের দেশ...
মিল ঠিক যে কুকুরের লেজ,
উৎসে আসে অন্ত..
দূরত্ব বাড়ার সুযোগেও,
উপস্থিতি অবারন্ত..
গুরুত্বহীন জখম যেন,
মৃত্যু থেকে বড়...
যে মরেছে হাজার দফা,
মরণ তুচ্ছতর...