--------------হতাশা----------
ধূমপান কর্কট রোগ প্রবর্ধক
আর অতি আশা হতাশার
মিল,উভয়ই ওষুধ বোঝে না..
তবু অভ্যাস মৃতের চুল
অবিনশ্বর অমর
ফল,সে শত না চাওয়ার....
চূড়ার বরফের ন্যায় ক্ষত
রোজ ঢাকে পুরাতন
খাদ,বেড়েই চলে অক্লান্তিতে....
মনকে বলি হই না গিরগিটি
থাক কবরে সেই আমি
তবু,স্বপ্ন যেন ভোর বিপ্লবী....
কয়েকটা বছর বিস্বাদে কাটুক
মন ভোরুক না জলে
আরও,দু-এক কোপ বুক নেবে শয়ে