বন্ধু আমি তোর,গায়ের রঙ হতে চাই;
যাতে বৃষ্টির ফোঁটাও,আলাদা করতে না পারে।
কখনও হতে চাই তোর ওই, আয়না কালো চোখ ;
যেখানে তুই নির্বাক,সেখানে বিড়বিড় করবো আমি।
চাই হতে তোর ওই,মোটা গালের দেওয়াল ;
তোর খুশির গভীরতা বোঝাবো,মিষ্টি টোলে।
হতে চাই তোর,ওই চার দেওয়ালের ঝুল;
বার বার তোর মনের ঝারুতে,জাকড়ে বসতে চাই।
যদি সময় পাই,তবে তোর মন হব একদিন;
দেখতে চাই,কার মনে কে,কত বেশী থাকে।
যদি হয় সত্যি,এই সব অলীক চাওয়ার ফর্দ;
তবে বুঝবি তুই,"তুই" আর, আমি তোর "আরশিনগর"।