নিজেকে নিয়ে ফের গল্প লেখার,একটা প্রয়াস।
সবুজ পতঙ্গ গুলো কাটে পাতা;সাথে আমার নি:শ্বাস।
নিজের পিঠেই থপ থপিয়ে, সাব্বাস বলে ফেলতাম।
কখন যেন ফড়িং এর লেজের সুতোয়,হাত জড়িয়ে ফেলি;
অনিচ্ছাকৃত তবে জানতাম।
মন ভরে নিশ্বাস নিয়ে,মনগড়া শহরে বাঁচার স্বপ্ন দেখা।
রাস্তা বলতে আকাশপথ,পায়ে হাঁটার নয়;খুশির ছায়াতলে ভাগ্যের রেখা।
ভোর হয় সূর্য ওঠে,ডাক দেয় ধারের খাতার কষ্টটা।
মনে পড়ে যায় হামাগুড়ি মেরে চলা;হাঁটুর কালো দাগটা।
বসে পড়ি ফের উপন্যাস হতে,একপাতা একপাতা করে।
সময় হলে দেখা হবে,লেখার শেষে উপসংহারে;ফেলে আসা ইচ্ছের শহরে।