কষ্ট বাষ্প জমাট বেঁধেছে,
যেমন কালশিটে পড়া মেঘ।
বালিশের দাগ পড়ে চোখে,
মনে বসে ক্যানসারের ঠেক।।
চোখ এড়ানো প্রবল কঠিন,
উত্তরটা ঢেলে দেওয়া উচিত।
আন্দাজ মত বাক্যর গঠন,
তোমার গল্পে আমিই ভীত।।
না মানার অজুহাত দেবে,
মেনে নেব বালির শহর।
বালির মাঝে চুম্বক রাখব,
বেছে নেব প্রেমের প্রহর।।