হাস্যরসের অন্তরে শ্বাস,
প্রবাদের ক্ষুদ্র সে নির্যাস..
সুখ বওয়ালে সুখ ফলে,
সত্য আজ স্বপ্নের ছলে..
করতালি যে পরম প্রাপ্তি,
ইচ্ছে সুতোয় বাঁধা ব্যপ্তি..
কবর মাটিতে নাক লাল,
তবু হাসিমুখ গোলাপী গাল..
অভাব ঘুমায় স্বভাবের বালিশে,
চোখের তেলে মনের মালিশে..
আমি শিশু তুমি প্রবীন,
অন্তর আমি তুমি অভ্যন্তরীণ..
বিদূষক তুমি প্রতি প্রজন্মে,
কান্না হাসিতে ভ্রষ্ট লগ্নে...
মৃদু হলেও আমি মাধ্যম,
জীবন রসে সিক্ত অধম..
নাই বা হলাম কাধেঁর যোগ্য,
খুশির মহামারি আমার সৌভাগ্য....