চার মুখে চার কথা,
কাঁটা ফোটে শিরায় শিরায়।
সময় ঠিক বেঁচে যায়,
পর চিন্তা পর ভাবনায়।
ছন্নছাড়ায় মগ্ন জীবন,
তবু সময় নেই সমাধানে।
অশান্তির বিষ সস্তা খুব,
রাস্তাঘাটে বিক্রি হয়।
হাজার হাজার জন্তু তবু,
মন ভরে না কারোর।
মানুষ নিয়ে খেলছে সবাই,
পুতুল নাচের মতন।
ছুঁড়েচছে দেশলাইকাঠি,
খড়ের চালের প্রতিবেশি।
ফুলকি যখন দাবানল,
ছাই এপার ওপার।