গতীয়মান যে মান-অভিমান ,
পথ সে উঁচু নীচু ...
কখনো তোর মিষ্টি হাসি ,
লুকানো গাম্ভীর্য কিছু ..
দুই রূপেই তুই সর্বগ্রাসী ,
আমাকেও তাতে পাবি....
মন ভোলানোর অস্ত্র বলতে ,
কবিতায় সে চাবি ...
ইচ্ছের লোভেই ডুব দিয়ে ,
চেয়েছি তোকে রাগাতে ..
প্রশংসার শব্দছক কষে,
চেয়েছি মন ভোলাতে ...
জ্বালানো নেভানোর প্রেম খেলায়,
বাড়ছে প্রেম কোষ ...
তোর প্রেমে পাগল আমি ,
তাই পাগলামি নির্দোষ ....