শোনা গেল খাতা কলমের, করুণ ডাকা ডাকি;
বললো,"কবিতা দিয়ে কত গল্পই না লেখা বাকি.."
এ ডাকে অবাক নয় আমি,বরং অভ্যস্ত আজ...
কারণ, এ জগতে নির্জীব সজীব সবই আপেক্ষিক।
তারপর থেকেই শূন্য এ বুক,নি:শ্বাস নিচ্ছে স্বস্তির...
দু এক ফোঁটা রোমান্টিকতা র ঢুকছে অন্তরে।
চব্বিশে চব্বিশ,মিনিটে সেকেন্ড, দেখছি আবারও..
খুব ভাবছি,আর ভাবনার গা বেয়ে ছুটছে কল্পনাও....
শরীরে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে না বলা শব্দ;
লিখবো লিখবো মরশুম শেষ হল কি তবে??