মুখ আছে তাই যা খুশী বল,
শব্দ দিয়ে পৃথিবী বানাও।
কথাগুলো সব মাতাল যেন,
দু'পা হেঁটেই পথ হারাও।।
বিশ্বাসের সেই নরম শরীরে,
নখের কোপে ডোরাদাগ।
তোমার বাড়ির আসে পাশে,
বিশ্বাসঘাতকের নাম ডাক।।
ভেজা চোখেরা দ্বিধায় মগ্ন,
কথার মূল্য বিচার করে।
এক মানুষে হাজারও মানুষ,
কথাও তাই নড়ে চড়ে।।