বেশতো ছিলাম নির্বাক হয়ে
            ভেবেছিলাম রয়ে যাব বিনা প্রতিবাদে
কিন্তু আজ আর নেই ঘুমিয়ে
            নেই আর সেই অন্ধকার খাদে


ফিরে এসেছি আবার
          নতুন ভাব্না নিয়ে
মন জয় করতে সবার
           আমার কবিতা দিয়ে


আজ মুখে হাঁসি নেই
        আছে শুধু চোখের জল
আজ মনে সুখ নেই
        আছে শত হাতির বল


দীর্ঘদিন আমি শহ্য করেছি
       ন্যায়ের বদলে অন্যায়
দেখেছি কত হাতাহাতি
       আর নেমেছি রক্তের ব্ন্যায়


কত যে মানুষ মারছে মরছে
        তাতে কারো কি কিছু আসে যায়
কেউ কি ভাবে এসব কেন হচ্ছে
           সবাই শুধু শান্তি পেতে চাই


কেউ কি করেছে প্রতিবাদ
          কেউ কি দাঁড়িয়েছে রুখে
মেয়েরা সহ্য করেছে কত যে প্রতিঘাত
          তার কি কেউ খবর রাখে


মাতৃসমা মহিলাদের কেউ করেছে বঞনা
         আর কেউ বা করেছে ছিন্ন ভিন্ন
সহ্য করা যায় কি সেই অবমাননা
         আমাদের ভাবনা কি অতই নিম্ন


রাজনীতির দোহাই দিয়ে ঘটছে কত কুকাজ
                              তার কি আছে কোনো গননা
শাশকরাই করেছে শোষিতের ওপর রাজ
                            এ কথা কি কারোর আজানা


কিন্তু ঘটবে সেই বিরাট পরিবর্তন
            যখন সঞিত হবে বারুদ মানুষের মনে
যখন ঘটবে বিশাল বিস্ফোরণ
            আর জাগবে মানুষ ক্ষ্ণে ক্ষ্ণে


তাইতো আমার এই লেখা
          যা ঘটবে শুধু দেখে যাওয়ার পালা
এবার যা ঘটবে তা পূর্বেও অদেখা
          প্রকাশিত হবে মানুষের মনের জ্বালা