আজও মনে পড়ে সেই প্রথম দেখা
যেন তুমিই আমার ভাগ্যের লেখা
শুধু তুমি আর কেউ না প্রিয়া
তোমাতেই স্পষ্ট রূপের দরিয়া
প্রত্যেক মুহূের্ত,তোমার নাম চাই
আপন মানলে কোরো যাচাই
তোমার প্রতি ভালোলাগা,এক পলকের
কিন্তু নয় তা এক মুহূর্ত বা ক্ষণিকের
যেমন ভাবে শীতে হঠাৎ বৃষ্টি নেমে আসে
আর যেমন মেঘ আকাশের বুকে ভাসে
সেই স্বর্গ থেকে আসা পরির মতো
যার আগমনে ফুল ফোটে শত শত
সেই ভাবেই তুমি এলে আর চলে গেলে
কিন্তু আমার দিকে ফিরে না তাকালে
হয়তো আমার রূপের আকর্ষণ নেই
হয়তো আমার মতো আছে অনেকেই
কিন্তু এ প্রেম হবেনা কখনও নিঃশেষ
রক্তের বিন্দু বিন্দুতে তোমার অবশেষ
হয়তো কিছু বলতে পারিনি তোমায়
কিন্তু তুমি আছো আমার সব কথায়
হয়তো পাবোনা দেখা কখনো তোমার
হয়তো আসবে না সেই মুহূর্ত আবার
তবু তোমার প্রতীক্ষায় থাকবো আমি
আর ডাকবে আমার মনের মৌসুমী.....