রঙ্গিন পৃথিবী সাদা কালো আজ
বর্ণের ঘটেছে বিভক্ত সমাজ
সুন্দর চোখে দুঃখ পায়,কিসের অপরাধে ?
কৃষ্ণ মন লুপ্ত হয় শূন্য যে তার রাধে  
লালন পালনের প্রশ্ন ম্লান
ক্ষুধা শেষপাতে পাপের সমান
সময় স্রোতে ফাঁকা সব
নিষ্প্রাণ ডাকে নেই কলরব
আপন দেখ নীচে বসে
পর বুকে অস্ত্র ঘষে....
কালিমাখা পথ উষ্ণ নিঃশ্বাসে
অভাগা পথিক দুঃখে হাঁসে
ভেবে দেখ একবার মিথ্যা অবকাশে
অবলার কান্না রঙ্গিন ক্যানভাসে
শুনতে পাও কি অবলার ডাক
অস্তিত্ব তার পূর্ণ বিপাক
মা সমা সে বিলায় নীরবে
মৃত্যু ঘটে ভুল সে স্বভাবে
প্রাণের বাহক যে,চোখে ফাঁকি
অবুঝেরা ঘটায় কালবৈশাখী
অজ্ঞ দেখো আগামী দিন
দাতা কর্ণ যে সেদিন বিলীন
এক পাপে শত ধ্বসে
সময় দেখ হিসেব কষে
জীবন মরে জীবনের ঘাতে
টাকার ছলে মৃত্যু হাতে
        
                     ::::আশুতোষ দালাল