প্রাচীন স্বপ্ন কাঁচা চোখে ,সবার অগোচরে
হাজার পাখির বাসা ,শান্তির সে ভোরে..
মেঘের কড়ি নাড়বে ,আমার ছোট হাত
চড়ে ভাসা নতুন বালি ,দেবে সওগাত
রাত্রি কেটে সকাল হল ,আমার স্বপ্নের
ঘুমের বুকে আঘাত ,কঠিন বাস্তবের
শুকনো সকাল বসন্ত নেই ,রয়েছে গ্রীষ্ম
রঙ্গিন স্বপ্ন সব কিছুই ,হল অদৃশ্য
দাঁড়াব না ঘুমাব ,লুপ্ত চিন্তায়
মন চায় শান্তি ,নিল সে বিদায়
খালি আমি পরে রই ,শূন্য নিঃশ্বাসে
নীলকণ্ঠী মন আমার ,বেঁচে অবিশ্বাসে
ডাল কয়েক আর পাখি শতগুণ
যোগ্যতার বুকে লেগেছে আগুন
কেউ বসে গাছ তলে ,শুষ্ক শান্ত মনে
অসাড় ঝরায় মুক্ত হাঁসি ,বদ্ধ চতুষ্কোণে
নীরব প্রহর গুনে গুনে ,শত বিসর্জন
অশ্রু ঝরায় বারে বারে ,চেনাই আপনজন
নিম্নচাপের ভারে ,আমি হতাশায়ী
সুপ্ত শক্তি মনের মাঝেই ,হল শয্যাশায়ী
বেমানান জীবন ,বেমানান সমাজে
মুক্ত মালা কি ,আমার সাজে  ??
ছোট্ট জীবন ছোট্টই থাক ,ছোট্ট এই দেশে
খুশি আসছে ওই যে দূরে ,মৃতুর বেশে
অচিন দেশের অচিন পাখি ,শূন্য হল যে
শান্তির ঘর ভঙ্গ হোক,হিংস্র বিরাজে...