ঐশ্বর্য তুমি না স্বর্ণ দ্যুতি
সুন্দর ভুবনের, সুন্দর গীতি
রিমঝিম যেন প্রখর রোদে
মুক্ত তুমি, সেই নীলনদে
বসন্ত বায়ুর, ঢেউয়ের শব্দ
সুগন্ধে তোমার, সময় স্তদ্ধ
মাতাল চোখ, পটল চেরা
ঘন কালো, রাতে ঘেরা
বালি চাপা মিষ্টি হাঁসি
লাল গোলাপে ,প্রাণ ভাসি
রক্তে রাঙ্গা সিঁদুর টিপ
জ্বলছে যেমন ,ভোরের প্রদীপ
তুমি বিনা ,অর্ধ আলোকে
পূর্ণিমা রাত,কলঙ্কে ঝোঁকে
সাতরঙা মনের পাখি
মনের শব্দে ,তোমায় ডাকি
চোখে চোখে রূপকথা
জেগে দেখি ব্যর্থতা
বাস্তবতার সেই অন্তমিলে
জ্যোত্স্না রাত, দুজন মিলে
হাতের ফাঁকে, চুলের বাস
বুক দুরু দুরু, দীর্ঘশ্বাস
গ্রামের কবি, গড়ছে শহর
কলমের দাগ, নির্বাক প্রহর
সত্য আবঝা দিবালোকে
দৃশ্যমান যে ,অন্ধ চোখে
তোমার ঠিকানার অস্তিত্ব
ভাবের গাভীরে নিহিত....