কিছু স্বপ্ন,কিছু সাফল্য
লাল তাপে স্তব্ধ চাঞ্চল্য
অজস্র নদীর এক বাসা
পিসছে বুকের,অদম্য আশা
নীল আকাশ বৃষ্টিপাত
পূর্ণিমার চাঁদ শূন্য ভাত
রামধনু মাখতে চায়
চিল কেন ছিঁড়ে খায় ?
আকাঙ্খার বীজে পতন
মৃত্যুই যে, সেরা রতন
ওস্তাদ গীত গায়
কান্না শোন, বেহালায়
সুখ দুঃখ ভাতৃদ্বয়
কে বেশি?  অনিশ্চয়
ছোট্ট বালকের দাড়ি মুখ
হাঁসি কান্নায় অসুখ
শূন্য মন দৃঢ় প্রাচীর
পাহাড় লুকায়,মাটিতে শির
নিষ্পাপ প্রেম আজগুবি
দু' কদমে নৌকা ডুবি
জীবন কেবল মহাকাব্য
শত লক্ষ জলে দ্রাব্য
স্বর্গে জন্মে স্বর্গে চায়
মিথ্যা আশা পুড়ে ছাই
নগ্ন বোঝে নগ্নতা
রক্তের নেই ভিন্নতা
ফুল ফোটে হৃদ মাঝে
চোখ খোলো,বিনা লাজে
পথিক কেন মরুভূমির ?
ওই যে দূরে,ভাসছে শরীর
পুঁথির জানলা,খুলে দেখ
সমাজ আঁকে চিত্রলেখ
বাক্য লেখা কত শত
বিলীন শব্দ ,কর্ণে আগত
চোখ চোখের অচেনা
মূল্যহীন যে বিবেচনা
সত্য বিকায় ,মিথ্যা বাজারে
ধর্মের ধ্বজা, কলঙ্কের আহারে....