বীরের গল্পের নায়ক আমি
তবু নিজের কাছেই আসামি
স্বর্ণতাজ আমার মাথায়
নিজ পায়েই মাথা লুটায়
এগিয়ে গিয়েও পশ্চাতের প্রভাব
লুকায় না এই ভুলের স্বভাব
চোখ বলে এক, মুখ বলে অন্য
সমাজের আলোকে, আমি যে নগ্ন
মনের শহরের নিয়নের বাতি
শুধু অন্ধকার,তার চির সাথী
লোক মুখে বাজে,আমার জয়গান
অগ্রাহ্যের স্বভাবে,কর্ণ নিষ্প্রাণ
আমি আমার দাস হয়ে,আজ ভবঘুরে
কাঁটার শয্যা ফলে,আমার সবুরে
কম্পন জাগে না, কখনো মনে
চোখ ভিজে যায়,সবার গোপনে
এক কর্ম অন্য ফলায়
হত্যাকারী কোন সে দ্বিধায়
সুপ্ত হাঁসি ঠোঁটের কোণে
অচিন পশু আমার মনে
সম্পর্কের প্রতিফলক,ঘন কালো মন
হত্যাকারীর অাক্ষা,দিচ্ছে আমন্ত্রণ
মনের টান নিস্তব্ধ,পাশবিক সুরে
কাষ্ঠল ত্বক শূন্য সব,অন্যের শহরে