অঙ্কুরিত বীজ আমরা,এক জমিতে
সুবিন্যস্ত বৃক্ষ আমরা,এক ভূমিতে
কত সপ্ন চোখে ভাসতো,কেই বা জানে
এত আকর্ষণের অর্থ,নেই কোন বিজ্ঞানে
পৃথিবীটা বড় হতে হতে,ছড়িয়ে পড়লাম
অনুবীক্ষণিক চ্যুতির আজ,বৃহৎ পরিণাম
আজ যেন নিজের দেশের,হলাম প্রতিবেশী
এ বাঙ্গলা ও বাঙ্গলা,শুধুই সর্বনাশী
ধ্বসে যাবে সুখের প্রাচীর, হটাৎ অসুখে
মিশে যাবে মাথা তার ,ধরিত্রীর বুকে
ছেলেবেলার চাঁদে আজ ,গ্রহণ লেগে যাবে
ছোট্ট দুটি পায়ের ছাপ,ধুলোয় বিলাবে
গাছ গাছরার প্রচীন বনে, নেই লুকোচুরি
আজ ওখানে লেগেছে, দুঃখের মহামারী
ফেলে আসা পথ, আমায় প্রশ্ন করে
সব ফেলে একাকী, বাঁচবে কার তরে ??
সপ্ন আমার ক্ষণস্থায়ী,আরব বেদুইন
কষ্টে গড়া পুতুল ওগো,আমি প্রাণ হীন
কেউ যেন বলে ওঠে,পানি কোথায় পাবে
তৃষ্ণারত মনকে আমার, দু চোখ বিলাবে
জানি খাদ্যের আশা,পাওয়ার অতীত
মিথ্যা আশায় তাই, গাইব গীত
লুপ্ত হবে হৃদ স্পন্দন,সবার অগোচরে
ভাসবো আমি একাকী,ধুলোর সরোবরে
তিন কুল শূন্য যার,অনাথ অসহায়
কেই বা সোহাগে শোয়াবে, ফুলশয্যায়
যেখানে জন্ম যার,সেখানে ফিরে যায়
মাটির পুতুল শেষে,মাটিতে বিছায়..