জঠর সমান অট্টালিকা
                    নাড়ীর সমান টান
অন্য সব মরীচিকা
                    শুষ্ক নিষ্প্রাণ
এক অন্ন প্রসারিত
                    প্রচীন হতে নবীন
দ্বি চাঁদ প্রজ্জ্বলিত
                   ভিন্নে রঙ্গিন
দৃশ্য দেখায় বদ্ধ ঘরে
                   শোনায় হরিনাম
অজ্ঞানেতে কর্ণকুহরে
                   পূর্ণে পরিণাম
জ্ঞানী খোঁজে স্বর্গ মুখ
                   কত পুণ্যি করে
অজ্ঞ পেয়েছে লক্ষ সুখ
                  স্নেহের জঠরে
হে স্রোত কেন অস্থির
                  পাথর হও তুমি
ফুলশয্যা যে নীল নদীর
                  নিষ্প্রয়োজন ভূমি
চিত্ত মাঝে লুকানো শব্দ
                  শোনার প্রতীক্ষায়
কেউ যেন নিশ্চুপ স্তব্ধ
                  মনের পিপাসায়
স্নেহের আঘাতে নেই পাপ
                 ঠোঁটে হীরক কণা
গর্বের দেখ নেই মাপ
                 শেষ সময় গোণা.....