অবিশ্বাসে বিভোর নিঃশ্বাস
চাপে ভাঙ্গে দীর্ঘশ্বাস
জন্ম ভিখিরির শূন্য হাত
ইচ্ছে কেন সোনার পাত
পুঞ্জি মেঘ বৃষ্টি ঘটায়
শান্তি পথ কাঁটায় কাঁটায়
তবু আমি নই গো ছটা
আগাছার শুকনো বোঁটা
কালো দেশের ধ্রুবতারা
নইতো ভোরের শুকতারা
হাতেম যদি ক্ষুদ্রাংশের
ক্ষুদ্র তবু নিজ সোহাগের
অহং গর্জে তরুলতায়
পুষ্প বৃষ্টি অচিন গীর্জায়
সিক্ত চোখে শেষ হাঁসি
অন্ধকারের নরকবাসী
তৈল ওঠে গভীর হতে
হিঁগুল দেহ শেষ রাতে
ছাই ছাড়াই শবদেহ
সুখের চিঠি জ্যান্তদেহ