চঞ্চল অস্থির,শুভতে প্রাচীর
পদে নত মস্তক ,অতিথির
আত্মবিশ্বাস পচনশীল
পত্তন যে,মুশকিল
ধ্বসা রোগে ,ধ্বসে তবু
পা পিছলায় না, কভু
একাই দেখ স্বপ্ন কেন ??
যদি পড়শিকেই না চেন
রংমশাল, গভীর জলে
প্রবাহ জাগাও ,নিজ বলে
পায়ে ধরে তরুলতা
হারিয়ে দেখ প্রবণতা
স্তম্ভ হয়ে, সূর্য ছুঁয়ে
উঠবে কবে ,রং-চঙিয়ে??
বোবা মনের,শান্ত ভাষা
সর্বনাশে সব নিরাশা
শ্রবণীয় নিশ্চুপ স্রোতে
বাস্তব যে দৃঢ় ব্রতে...