খুশির বাতি ধোঁয়া ছাড়ে
হঠাৎ অন্ধকার..
কালকের হাসি দেখ
শুষ্ক ঠোঁটে তার..
বাতাস যেন অজান্তেই
ডুবে মরেছে...
পাথর বহুদিনের পর
জলে ভিজেছে...
যে আসে সে যায়
চির বাস্তব...
কান্না হাসি তাৎক্ষণিক
ভাগ্য বলে সব...
পাপ পূণ্যের দুনিয়াতে
পাপের জীবন বেশী....
ঘাড়ে বোঝা ইঁট নিয়ে
ক্ষুদ্র স্বর্গ বাসী....
নিঃশব্দে বৃষ্টি পরে
উঠোন ধুয়ে যায়...
ছিন্ন প্রাণ গভীর হতে
অদৃশ্য ব্যথায়....
ঘরের লোক বেঘর হল
শরীর ছাড়াই....
স্বপ্নের চোখে দেখ
বাস্তব লুকায়....