কজনে চেনে,নবীন গাছ
পোকায় খুঁড়ে খায়..
ভিন্ন চিত্র,উল্টো পর্দায়
লুকানো থেকে যায়..
চোখ ডুবেছে,চোখের জলে
সাক্ষী গোপন দিন..
কত খুশির, গর্ভে মৃত্যু
কয়েকশো যে ঋণ..
হাজার কথায়,স্ফীত বুক
আর চেষ্টায় ক্লান্ত ঠোঁট..
দিবালোকে, ঘরের কোণে
ডাকছে ঘ্যোঁৎ ঘ্যোঁৎ...
সুখ খুঁজে, দুঃখে  মরে
বাঁচে আশায় ভেসে....
রাত জাগা,দিন জাগা
মিথ্যা খুশির বেশে...
বোকাবাক্স রহস্যময়
প্রবেশ তো নিষেধ...
দীনের দেখ,মোটা প্রাচীর
অশ্রু করেছে ভেদ...
অচল কানের,সচল প্রাণী
শোনে মৃত্যু কান্না....
ব্যথার গভীরে,অবুঝ দেখ
অমূল্য চুনি পান্না...