নবীন হতেই পঙ্গু আমি
পঙ্গু দেশেতে
হাস্যরসের আমার দেহ
ভুল চোখেতে
কালমেঘ যেন সত্য
তাই মিষ্টি শোভনীয়
কাঁটায় আবদ্ধ পাখির
মৃত্যু লোভনীয়
কষ্টে গড়া ফসলে দেখ
মরিচা পড়েছে
রঙ্গিন দেশের রংধনু
জলে ঘুলেছে
আড়ষ্ট চোখে রঙ্গ তামশা
হাসির ফোয়ারা
সঙ্গী আজ সকল মানব
বলছে চেহারা
মান শোষক পিশাচেরা
ঘুরছে অবাধে
কালো সাদা হাত গুলো
এক সুতোয় বাঁধে
পঙ্গু বোঝে পঙ্গু পশু
অন্ধ চোখেও
জড় মন বদলায় না
সহস্র শোকেও