খড় মাটির পল্লী পাখি
আজ বহুদূরে
কাঁচা ফল পাকছে ওই
অচেনা ভোরে
স্নিগ্ধ শুদ্ধ কণ্ঠধ্বনির
নগ্ন মিশ্রণ
আকাশ বাতাস মাটি সবই
দূষিত ত্রিকোণ
খালি চোখেও আবছা দৃশ্য
মনের কুয়াশা
ঘুমের দেশে ছুটছে দেখ
দুরন্ত এক আশা
কাদার জুতো গোলাপ ওগো
অন্য জুতো পাথর
এক দেয় স্বর্গ প্রশান্তি
অন্য দেয় কাতর
শহর গেছে পিছলে দূরে
সূর্যালোক থেকে
বসেছে দেখ আদিম পাখি
রোদ ধুলো সব মেখে
পুরোনো কাপড় চিরস্থায়ী
স্বস্তি অজানা
টাকার স্ফীত বিছানায়
নেই ঘুমের ঠিকানা
তুলনা বোঝে ধূলো আর
কালো মেঘের ধারা
ধুলোর গন্ধ বিলীন প্রায়
চার প্রাচীরে মোড়া...